গাংনীতে কৃষকদের মাঝে ধানবীজ ও রাসায়নিক সার বিতরণ

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  12:42 PM, 13 December 2023

মেহেরপুরের গাংনীতে ২০২৩-২৪ অর্থবছর বোরো মৌসুমে কর্মসূচির আওতায় উৎপাদন বৃদ্ধির লক্ষে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার সকাল বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।

গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে দেন ও কৃষকদের মাঝে বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এ খালেক। গাংনী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুর রউফের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ ইমরান হোসেন।

প্রণোদনা কর্মসূচির আওতায় চার হাজার জন প্রান্তিক চাষির মাঝে পাঁচ কেজি করে মোট ২০ টন বোরো মৌসুমের ধানের বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ এমওপি মোট ৮০টন রাসায়নিক সার বিতরণ করা হয়।

এসময় উপজেলা পরিষদের বিভিন্ন দফতরের কর্মকর্তা, ইউপি সদস্য এবং উপজেলার বিভিন্ন গ্রাম হতে আগত বীজ নিতে আসা কৃষকরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :