গাংনীতে কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের ক্লাব ম্যানেজমেন্ট কমিটির সভা অনুষ্ঠিত
মেহেরপুরের গাংনীতে কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের ক্লাব ম্যানেজমেন্ট কমিটির (সিএমসি)সভা অনুষ্ঠিত হয়েছে।আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার সময় উপজেলা পরিষদ সভাকক্ষে সভা অনুষ্ঠিত হয়।গাংনী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে প্রধান মন্ত্রীর বিশেষ ভাবে গৃহিত কর্মসূচির আওতায় কিশোর কিশোরী ক্লাবের পরিচালন ও মনিটরিং কার্যক্রম বিষয়ক সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতেই প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে শুভেচ্ছা বক্তব্য রাখেন, প্রকল্পের সদস্য সচিব, গাংনী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা খাতুন।
গাংনী উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন,গাংনী উপজেলা শিক্ষা অফিসার মো. আলাউদ্দীন, বিশিষ্ট শিক্ষাবিদ সাংস্কৃতিক ব্যক্তিত্ব সিরাজুল ইসলাম স্যার,প্রভাষক এস এম সায়েম পল্টু, গাংনী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভেজ সাজ্জাদ রাজা প্রমুখ।
সভা শেষে ইউনিয়ন পর্যায়ের সকল কিশোর কিশোরী ক্লাবের প্রশিক্ষক ও প্রমোটরদের মাঝে হারমোনিয়াম, ডুগ তবলা, ক্যারাম বোর্ড, লুডু, দাবা বোর্ড সহ নানা যন্ত্রপাতি বিতরণ করা হয়।
সভায় উপজেলার বিভিন্ন ্ইউনিয়নের কিশোর কিশোরী ক্লাবের প্রধান শিক্ষকবৃন্দ, সঙ্গীত প্রশিক্ষক, প্রমোটরবৃন্দ, ্ইউনিয়নের সমন্বয়কারী মহিলা মেম্বরবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।