মেহেরপুর জেলা জাতীয় পার্টি (জেপি)’র সভাপতি আব্দুল হালিমের কন্যা শােভা রাজমনির হত্যাকারীর ফাঁসির দাবীতে গাংনীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সােমবার(২৫-জুলাই) সকাল ১১টার দিকে গাংনী উপজেলার সামনে মানববন্ধনের আয়ােজন করে গাংনী সরকারী ডিগ্রী কলেজ। মানববন্ধনে গাংনী পৌর এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশগ্রহণ করে। মানববন্ধনে অংশগ্রহণ শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন,গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক, গাংনী সরকারী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মনিরুল ইসলাম ও নিহত শোভার বাবা মেহেরপুর জেলা জাপার সভাপতি আব্দুল হালিম।
উল্লেখ্য,গত ২ বছর পূর্বে ঢাকার একটি ভাড়া বাড়িতে স্বামীর সাথে বসবাস করার সময় শােভা মারা যান । শােভা আত্মহত্যা করেছিল তার স্বামী জানালেও শােভাকে হত্যা করা হয়েছে এমন অভিযােগে শােভার বাবা আব্দুল হালিম শােভার স্বামীর নামে একটি মামলা দায়ের করেন।
সম্পাদক ও প্রকাশকঃ রাব্বী আহমেদ খালিদ
মোবাইলঃ ০১৭১৯-৩৯৩৩৪৪
ই-মেইল: rabbi.meherpur1@gmail.com