গাংনীতে করোনা ভাইরাস বিস্তার রোধকল্পে সুরক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠিত
মেহেরপুরের গাংনীতে ২০১৯-২০ অর্থ বছওে বার্ষিক উন্নয়ন কর্মসূচীতে মেহেরপুর জেলার গাংনী উপজেলায় করোনা ভাইরাস বিস্তার রোধকল্পে বিভিন্ন সুরক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১১ টার সময় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নিবার্হী অফিসার আর এম সেলিম শাহনেওয়াজ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আইন শৃংখলা কমিটির উপদেষ্টা এবং জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এম,এ খালেক। বিশেষ অতিথি ছিলেন, গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়ানুর রহমান ,গাংনী পৌর মেয়র আশরাফুল ইসলাম, গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. রিয়াজুল আলম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে এমএ খালেক সকলের সহযোগিতা কামনা করে বলেন, স্বাস্থ্য বিধি মেনে সামাজিক দুরত্ব বজায় রেখে করোনা বিস্তার রোধ করতে হবে। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী গোলাপ আলী শেখ,এমপি মহোদয়ের প্রতিনিধি মনিরুজ্জামান আতু, কাথুলী ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান রানা, মটমুড়া ইউপি চেয়ারম্যান সোহেল আহমেদ, গাংনী উপজেলা প্রেস ক্লাবের আহ্বায়ক আমিরুল ইসলাম অল্ডাম সহ সরকারী কর্মকতার ইউপি সচিববৃন্দ, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
অফিস সূত্রে জানা গেছে,বার্ষিক উন্নয়ন কর্মসূচীর বরাদ্দকৃত ৫ লাখ টাকা ২১ হাজার টাকায় (ভ্যাটসহ) উপজেলার স্বাস্থ্য কেন্দ্রসহ ১৬টি দপ্তর ও স্থানীয় সরকার অধিদপ্তরের ইউপি চেয়ারম্যান ও সদস্যদের মাঝে থামোর্মিটার, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ড গ্লোবস, পিপিই, বিতরণ করা হয়।