গাংনীতে করোনা আক্রান্ত হয়ে আরও ১ জনের মৃত্যু
মেহেরপুরের গাংনীতে করোনা আক্রান্ত হয়ে ফুজি খাতুন(৬৫) নামের আরো একজনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় ইউনিটের চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত ফুজি খাতুন উপজেলার নওদা মটমুড়া গ্রামের সরকারী প্রাথমিক বিদ্যালয় পড়ার সোবহানের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়,কিছুদিন আগে ফুজি খাতুন করোনা পরীক্ষা করলে তার করোনা পজিটিভ আসে। এরপর থেকেই কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।