গাংনীতে করোনায় একজনের মৃত্যু
মেহেরপুরের গাংনী উপজেলার গজারিয়া হেমায়েতপুর গ্রামে করোনা আক্রান্ত হয়ে সাদেক আলী (৫৫) নামের এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে।
সাদেক আলি ঐ গ্রামের মৃত ইদবার আলি মালিথার ছেলে।
রোববার (৯ আগষ্ট) সকাল সাড়ে ৭টার দিকে নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
স্থানীয়রা জানান, গত দু’সপ্তাহ আগে ভ্যান চালক সাদেক আলীর সর্দি-জ্বরসহ শারীরিক অন্যান্য সমস্যার কারণে নমুনা দিয়েছিলেন। নমুনা নেয়ার পর পরীক্ষার জন্য কুষ্টিয়া ল্যাবে পাঠিয়েছিল গাংনী উপজেলা স্বাস্থ্য বিভাগ।
নমুনায় তার করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত হওয়ার পর থেকে বাড়িইে চিকিৎসা নিচ্ছিলেন সাদেক আলী। রোববার সকালে নিজ বাড়িতে মারা যান।
গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রিয়াজুল আলম জানান ইসলামীক ফাউন্ডেশনের মাধ্যমে সাদেক আলীর দাফন কাজ করা হবে।
গাংনী উপজেলা নির্বাহী অফিসার আরএম সেলিম শাহনেওয়াজ জানান রোববার দুপুর ১২টার মধ্য সাদেক আলীর দাফন সম্পন্ন হবে।