গাংনীতে করোনায় আক্রান্ত আরো ২ জনের মৃত্যু
মেহেরপুরের গাংনীতে করোনায় আক্রান্ত হয়ে আরো ২ নারীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় ওই দুই নারীর মৃত্যু হয়। আপনিতো ওই দুই নারী হলেন গাংনী পৌরসভা এলাকার শিশির পাড়া গ্রামের বসতি পাড়ার মোরশেদ আলী স্ত্রী কোহিনুর বেগম(৫০) ও বাঁশবাড়িয়া গ্রামের ঈদগা পাড়ার হায়দার আলীর স্ত্রী জাহানারা খাতুন(৬৫)
মেহেরপুর সিভিল সার্জন সূত্রে জানা গেছে, মেহেরপুর জেলায় প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্ত সংখ্যা। বর্তমানে জেলায় পজিটিভ রোগীর সংখ্যা ৩৮৮জন।
এর মধ্যে আজ শুক্রবার(২৫জুন) সকালে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় শিশিরপাড়া গ্রামের কোহিনুর বেগম। অপরদিকে সকাল দশটার দিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় বাঁশবাড়ীয়া গ্রামের জাহানারা খাতুনের। এই দুই নারী ও তাদের পরিবারের কয়েকজন সদস্য করোনা আক্রান্ত।
স্থানীয় সুত্রে জানা গেছে, প্রতিদিনই গাংনী উপজেলার বিভিন্ন গ্রামে করোনা আক্রান্ত শনাক্ত হচ্ছে। তবে পরীক্ষা হচ্ছে না আশানুরুপভাবে। আক্রান্ত অনেকে গোপন করছেন। আবার আক্রান্তদের বেশিরভাগ অবাধে ঘোরাঘুরি করছে। তারা মানছেন না কোন নিষেধাজ্ঞা। ফলে করোনা সংক্রমণ আরও বৃদ্ধির আশংকা করছে স্বাস্থ্য বিভাগ।এদিকে গেল দুই সপ্তাহ থেকে এ উপজেলার বিভিন্ন এলাকায় বিপুল সংখ্যক মানুষের শরীরে করোনা উপসর্গ দেখা দিয়েছে। এর অবস্থায় তারা পরীক্ষা করাতে অপারগতা প্রকাশ করছেন। এদের বেশিভাগই করোনা আক্রান্ত বলে ধারণা স্বাস্থ্য বিভাগের। তারা স্বাভাবিকভাবে চলাফেরা করা করোনা সংক্রমণ বৃদ্ধির আশংকা দেখা দিয়েছে।