গাংনীতে করােনা আক্রান্ত পরিবারে খাদ্য সামগ্রী পৌঁছে দিলেন মেয়র আহম্মেদ আলী
মেহেরপুরের গাংনী পৌর এলাকার ৯ নং ওয়ার্ডের এক কৃষক বুধবার ভােররাতে করােনা উপসর্গ নিয়ে মারা গেছেন। মারা যাওয়া ওই পরিবারের অন্য সদস্যদের খাদ্য সহায়তার জন্য এগিয়ে আসেন গাংনী পৌরসভার মেয়র আহম্মেদ আলী।
তিনি বুধবার দুপুরে ওই পরিবারসহ করােনা আক্রান্ত হয়ে লকডাউনে থাকা অন্যান্য পরিবারকেও খাদ্য সামগ্রী ও নগদ অর্থ পৌঁছে দেন। মেয়র আহম্মেদ আলী জানান করােনা আক্রান্ত হয়ে লকডাউনে থাকা পরিবারগুলােকে মানবিক দৃষ্টিকােণ থেকে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ প্রদান করা হয়েছে।