গাংনীতে কবরস্থানে যাওয়া সড়কের বেহালদশা

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  11:16 PM, 07 August 2021

মেহেরপুরের গাংনীর মহিষাখোলা গ্রামের কবর স্থানে যাওয়ার রাস্তাটি কাদা-পানিতে বেহাল দশা। এতে লাশ নিয়ে যেতে ও ঐ এলাকার চাষাবাদে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে এলাকাবাসীদের।

প্রায় ৩ কিলোমিটার এই রাস্তাটি পুরোটাই কাচা। অল্প বৃষ্টিতেই চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। বিভিন্ন সময় জনপ্রতিনিধিদের দারস্থ হয়েও কোন লাভ হয়নি।

স্থানীয় নরুল হুদা নামের এক চাষি জানান, ১৯৫০ সালের দিকে ফসল উত্তলোন ও জালশুকায় যাতায়াতের জন্য পাকিস্তান আমলে রাস্তাটি তৈরি করা হয়। এই রাস্তা দিয়ে তিন গ্রামের ১৩শ বিঘার ফসল বাড়ি আানার কাজে ব্যবহৃত হয়। সড়কটি পাকা করন করলে , কম খরচে ফসল ঘরে তুলতে পারবে।

স্থানীয় এক আ’লীগ নেতা জানান, কবর স্থানে লাশ নিয়ে যেতে গ্রামবাসির চরম ভোগান্তির শিকার হতে হয়। এ ছাড়াও সড়কটি মহিষাখোলা ও জালশুকা গ্রামের একমাত্র সংযোগ সড়ক যা ৩ কিঃ মিঃ বহমান।

যত দ্রুত সম্ভব এই রাস্তাটি এইচবিকরণ করা হবে বলে জানান স্থানীয় ইউপি সদস্য।

আপনার মতামত লিখুন :