গাংনীতে ওয়েল্ডিং ব্যাবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা
মেহেরপুরের গাংনীতে লোহার তৈরি দরজা সরকারি রাস্তায় রেখে জনদুর্ভোগ সৃষ্টি অপরাধে জিল্লুর রহমান নামের এক ওয়েল্ডিং ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।আজ সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার ভোলাডাঙ্গা গ্রামে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে উপজেলা সহকারী কমিশনার(ভূমি)নাজমুল আলম। জিল্লুর রহমান গাংনী উপজেলার ভোলাডাঙ্গা গ্রামের মৃত পালান মালিকের ছেলে।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহি কমিশনার(ভূমি) নাজমুল আলম বলেন,সরকারি রাস্তার উপর দীর্ঘদিন যাবত লোহার তৈরি দরজা প্রদর্শন ও ওয়েল্ডিং ব্যবসার কাজে প্রয়োজনীয় জিনিসপত্র রাস্তায় রেখে প্রতিবন্ধকতা সৃষ্টির অপরাধে সড়ক পরিবহন আইন ২০২৮ এর ৯১/১১ ধারায় ওয়েল্ডিং ব্যবসায়ী জিল্লুর রহমানকে ১০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।এসময় গাংনী থানা পুলিশের একটি টীম ভ্রাম্যমাণ আদলত পরিচালনা কাজে সহায়তা করেন।