গাংনীতে ওয়ার্কার্স পার্টির উদ্যােগে সন্ত্রাস বিরোধী সভা অনুষ্ঠিত
মেহেরপুরের গাংনীতে সন্ত্রাস বিরোধী সভা অনুষ্ঠিত হয়েছে।আজ সোমবার (১৭ আগষ্ট) দুপুর ১২টার দিকে মেহেরপুর জেলা ওয়ার্কার্স পার্টির গাংনীস্থ কার্যালয়ে সন্ত্রাস বিরোধী সভা অনুষ্ঠিত হয়।জেলা ওয়ার্কার্স পার্টি এ সভার আয়োজন করে।সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও মেহেরপুর জেলা শাখার সভাপতি জননেতা কমরেড আব্দুল মাবুদ।সভায় বক্তব্য রাখেন জেলা ওয়ার্কার্স পার্টির সদস্য কমরেড মজনুল হক মজনু,কমরেড আরোজ আলী,কমরেড ওমর ফারুক।এছাড়াও বক্তব্য রাখেন যুবমৈত্রী নেতা সামসুজ্জামান ও রবিউল ইসলাম প্রমুখ।সভার সভাপতি জননেতা কমরেড আব্দুল মাবুদ তার বক্তব্যেই বলেন,১৯৯২সালের ১৭ আগষ্ট বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সন্ত্রাসীদের গুলিতে আহত হয়েছিলেন ওয়ার্কার্স পার্টির তৎকালীন সাধারণ সম্পাদক ও বর্তমান সভাপতি রাশেদ খান মেনন। ঐ হত্যা প্রচেষ্টার দীর্ঘ বছর পার হয়ে গেলেও আজ পর্যন্ত সে সব সন্ত্রসীদের বিচার হয়নি। ওই সময় তৎকালীন বিএনপি সরকার জনরোষে রাশেদ খান মেননকে হত্যা প্রচেষ্টাকারীদের সনাক্ত করে তাদের আইনের আওতায় নেয়ার আশ্বাস দিলেও তা কৌশলে সাধারণ কয়েকজনের নামে চার্জশীট দেয়।
স্বাধীনতাকালীন সময় থেকে এখন বিএনপি-জামায়াত দেশে নানাভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে। এ সকলকে ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্রকারীদের রুখতে হবে।