গাংনীতে ওয়ালটন ডে পালিত

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  08:16 AM, 21 March 2021

দুই যুগে পদার্পণ উপলক্ষে মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ডে পালিত হয়েছে। সেই সাথে গাংনী বাজারে সাজু এন্টারপ্রাইজের তত্ত্বাবধানে তৃতীয় শাখার উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলে গাংনী- হাটবোয়ালিয়া রোডে এন এস টাওয়ারে এ ওয়ালটন শোরুমের তৃতীয় শাখা উদ্বোধন করা হয়। তৃতীয় শাখার স্বত্বাধিকারী সাজু’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এ খালেক। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র আহমেদ আলী, গাংনী থানা অফিসার ইনচার্জ বজলুর রহমান। অনুষ্ঠানে পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবুর সঞ্চালনায় বক্তব্য রাখেন, গাংনী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আলফাজ হোসেন, গাংনী বাজার কমিটির সভাপতি মাহবুবুর রহমান স্বপন, সাধারণ সম্পাদক বজলুর রহমান বুলু। এ সময় গাংনী বাজারের ব্যবসায়ীবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।একজন ক্রেতা একটি ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ ফ্রিতে পেয়েছেন সেই ফ্রিজটি ক্রেতার হাতে তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের শেষাংশে বিশেষ মোনাজাত পরিচালনা করেন গাংনী দারুচ্ছালাম জামে মসজিদের পেশ ইমাম রুহুল আমিন।

 

আপনার মতামত লিখুন :