গাংনীতে এসএসসি ব্যাচ-৯১ এর বন্ধু মিলন মেলা
মেহেরপুর জেলার গাংনী উপজেলার গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের (এসএস সি ১৯৯১ ) সালের ব্যাচের আজ বৃহস্পতিবার বেলা ১১ টার সময় গাংনী ভাটপাড়া ডিসি নীলকুঠি ইকো পার্কে এই বন্ধু মিলন মেলা অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানের সভাপতিত্ত্ব করেন গাংনী তেরাইল ডিগ্রী কলেজের অধ্যক্ষ ও মিলন মেলা উদযাপন কমিটির আহ্বায়ক মাসুম হক মিন্টু।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ডঃ সাইফুল ইসলাম অধ্যাপক ঢাকা বিশ্ববিদ্যালয়। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আব্দুর রাজ্জাক স্যার, নুরুল ইসলাম, এমদাদুল হক বড়, নুরুল ইসলাম ২ , মওলানা আব্দুল কাদের , সিরাজুল ইসলাম , আশরাফুল হক গেম স্যার সহ অনেকে। সার্বিক সহযোগিতায় ছিলেন ডাক্তার শাহীন ফেরদৌস , ইঞ্জিনিয়ার জুবায়ের রহমান মুকুল ,ডাক্তার নুরে আলম আশরাফী , মোস্তাফিজুর রহমান বাবলু মাস্টার , আল আমিন, আল হেলাল মাস্টার , বিডি স্টার টিভি নিউজের মেহেরপুর জেলা প্রতিনিধি এম এ লিংকন, রোকনুজ্জামান রিপন, অধ্যক্ষ আবুল কালাম আজাদ, বাসসের সাংবাদিক পিয়ারুল ইসলাম জোয়ার্দার সহ অনেকে।
তথ্য ও ছবিঃ এম এ লিংকন