গাংনীতে এলজিইডি প্রকৌশলী লাঞ্ছিতোর ঘটনায় ঠিকাদার এসোসিয়েশসের সংবাদ সম্মেলন
মেহেরপুরের গাংনী উপজেলা এলজিইডির প্রকৌশলী ফয়সাল আহমেদকে গালিগালাজ ও সহকারি প্রকৌশলীকে লাঞ্ছিতোর প্রতিবাদে ঠিকাদার দেলোয়ার হোসেন মিঠুর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে গাংনী উপজেলা ঠিকাদার এসোসিয়েশন। সোমবার দুপুরে ঠিকাদার মজিরুল ইসলামের অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন সংগঠনটি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ঠিকাদার আনিসুর রহমান। লিখিত বক্তব্যে ঠিকাদার আনিসুর রহমান বলেন,গত ১১/১২/২০২২ ইং তারিখে গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়নের বাওট গ্রামের ভ্থমি অফিস নির্মাণ কাজের বিভিন্ন ত্রুটি সংশোধন করতে বলায় মেসার্স মিঠু এন্টার প্রাইজের স্বত্বাধীকারি দেলোয়ার হোসেন মিঠু উপজেলা এলজিইডি প্রকৌশলী ফয়সাল আহমেদ ও উপসহকারী প্রকৌশলী শহিদুল ইসলামকে লাঞ্ছিতোর করে দেলোয়ার হোসেন মিঠু। পরবর্তীতে দেলোয়ার হোসেন মিঠু প্রকৌশলীসহ অফিসের বিভিন্ন কর্মচারিদের বিরুদ্ধে নানা মিথ্যা ও বানোয়াট কথা বলে সংসাদ সম্মেলন করে মিথ্যা তথ্য প্রকাশ করে। এতে গাংনীর সমস্ত ঠিকাদারেদর সুনাম নষ্ট করেছেন। আমরা তার তিব্র প্রতিবাদ জানায়। এছাড়াও এলজিইডি প্রকৌশলীকে আমরা কনো টাকা পার্সেন্ট প্রদান করিনা। তিনি সুনামের সাথে গাংনীতে দায়িত্ব পালন করে আসছেন। তিনি আরও জানান, ঠিকাদার দেলোয়ার হোসেন মিঠু আমাদের এসাসিয়েশনের কাওকে না জানিয়ে সংগঠনের নিয়ম বহির্ভুত কাজ করেছে। তার কর্মকান্ডে আমরা সকল ঠিকাদারগন বিব্রত। দেলোয়ার হোসেন মিঠুর এই কর্মকান্ডের জন্য তার উপযুক্ত সাস্তি দাবী করেন সংগঠনের নেতৃবৃন্দরা। ঠিকাদার দেলোয়ার হোসেন মিঠুর কাজের অনিয়ম ও ত্রুটির বিভিন্ন চিত্র প্রদর্শন করেন ঠিকাদার এসোসিয়েশন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঠিকাদার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মকলেচুর রহমান, ঠিকাদার রবিউল ইসলাম,ঠিকাদার মজিরুল ইসলাম, ঠিকাদার সোলায়মানসহ অনেকে।