গাংনীতে এম এ খালেকের নির্বাচনী অফিসের উদ্বোধন
আসন্ন ষষ্ঠ ধাপের দ্বিতীয় পর্যায়ে উপজেলা নির্বাচন উপলক্ষে মেহেরপুরের গাংনীতে আনারস মার্কা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী এম এ খালেকের নির্বাচনী অফিসের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার(১৪ মে) রাত ৮ টার দিকে উপজেলার আকমপুর গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয় পাড়ায় এ অফিসের উদ্বোধন করা হয়।
প্রবীণ আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আলী হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মটমুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল আহমেদ।
এসময় আওয়ামী লীগ নেতা দাউদ হোসেন, ওয়ার্ড কৃষক লীগের সভাপতি আব্দুর রহিম, ছাত্রলীগ নেতা বিপ্লব হোসেন, মিন্টু মিয়া, আসাদ, বাবুসহ আওয়ামী লীগ ভক্ত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।