গাংনীতে একদিনে ৭ জন ডেঙ্গু রোগী শনাক্ত

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  03:17 PM, 25 August 2024

মেহেরপুরের গাংনীতে একদিনে ৭ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। রোববার( ২৫ আগস্ট) রক্ত পরিক্ষার মাধ্যমে ৭ জনের শরীরে ডেঙ্গু এনএস-১ পজেটিভ পান চিকিৎসকরা। গত ৭ দিনে মেহেরেপুর জেনারেল হাসপাতালে ৪ জন, মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন ও গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৩ জন চিকিৎসা নিয়েছেন। 

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা ধানাখোলা গ্রামের ইয়াদ আলী জানান, গত শুক্রবার থেকে শরীরে জ্বর ও প্রচন্ড ব্যাথা অনুভব করছিলাম। ঔষাধ খেয়ে কোনো ফল না পেয়ে রক্ত পরিক্ষর মাধ্যমে জানতে পারি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছি।

গাংনী থানা পাড়ার শরিফুল ইসলাম জানান, ডেঙ্গু আক্রন্ত হয়ে গত ১০ দিন ধরে চিকিৎসা নিচ্ছি। তবে তিনি অভিযোগ করে বলেন, গাংনী পৌরসভা থেকে গত ২বছরের মধ্যে কেনো মশা নিধনের জন্য কোনো প্রকার বিষ প্রযোগ করা হয়নি।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মীকর্তা সুপ্রভা রানী বলেন, ‘প্রতিদিনই হাসপাতালে সম্ভাব্য ডেঙ্গু রোগীর ভিড় বাড়ছে। হাসপাতাল ও বেসরকারি ক্লিনিকে তাদের রক্ত পরীক্ষা করা হচ্ছে। রক্ত পরীক্ষা করে আজ ৭ জনের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে। এদের মধ্যে কয়েকজনকে ভর্তি করা হয়েছে আর বাকিরা বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন।’ডেঙ্গু প্রতিরোধ ব্যবস্থা দুর্বল উল্লেখ করে তিনি বলেন, ‘প্রতিদিনই রোগীর সংখ্যা বাড়ছে। প্রতিরোধ ব্যবস্থার দুর্বলতার কারণে উপজেলার বিভিন্ন গ্রামে ছড়িয়ে পড়েছে এডিস মশা।’

আপনার মতামত লিখুন :