গাংনীতে একটি কান্ডে একসাথে ৩৯ টি লাউ! দেখতে শতশত মানুষের লাইন
মাজেদ-আল-মামুনঃমেহেরপুরের গাংনীতে একটি গাছের, একটি কান্ডে একইসাথে ৩৯ টি লাউ ধরেছে। একইসাথে ৩৯ টি লাউয়ের সত্যতা যাচাই ও দেখার জন্য শতশত মানুষের লাইন পরিলক্ষিত হয়।
একইসাথে ৩৯ টি ধরার আশ্চর্য ঘটনাটি ঘটেছে গাংনী উপজেলার মাইলমারী গ্রামের হাজী মজিবর রহমানের বাড়ির আঙ্গিনার লাউয়ের মাচায়।
জানা যায়, গত আড়াই মাস পূর্বে দেশি জাতের লাউয়ের বীজ বপন করা হয়। এরপর ৭/৮ টি লাউ গাছ থেকে উত্তোলন করা হয়েছে।
অবশেষে বৃহস্পতিবার (৭ এপ্রিল), গণমাধ্যম কর্মী ও বাড়ির গৃহিণী ফারহানা লাউ উত্তোলনের জন্য মাচার নিচে গেলে একইসাথে অনেকগুলো লাউ নজরে আসে। পরে এ খবর পাড়ায় ছড়িয়ে পড়লে শতশত মহিলা ভীড় জমায় লাউগুলো দেখার জন্য। এবং জনসম্মুখে লাউগুলো গণনা করে একটি কান্ডে একসাথে ৩৯ টি ছোট-বড় সাইজের লাউ পাওয়া যায়।
একসাথে এতোগুলা লাউ দেখে মাহে রমজানে আল্লাহ রব্বুল আলামীন বরকত দিয়েছে বলে এলাকাবাসীরা বলাবলি করছেন।
এঘটনা সামাজিক গণমাধ্যমে ছড়িয়ে পড়লে একাধিক ব্যক্তি ঘটনার সত্যতা নিশ্চিতে ফোন করতে থাকেন এবং কেউ কেউ ভিডিও সংগ্রহের জন্য আসবেন বলে জানান।