গাংনীতে উপজেলা প্রেস ক্লাবের নিবার্চন-২০২০। নিবার্চনের সকল প্রস্তুতি সম্পন্ন। আজ নিবার্চন
মেহেরপুরের গাংনী উপজেলা প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নিবার্চন উপলক্ষে সাংবাদিকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। আজ বৃহস্পতিবার, ১৫-১০-২০ ইং তারিখ। নিবার্চনের সকল প্রস্তুতি সম্পন্ন।নিধার্রিত সময়ের মধ্যে সভাপতি পদে দু’জন (নাম প্রকাশে অনিচ্ছুক ) প্রার্থী তার প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছে। সম্পাদক পদে নূরুজ্জামান পাভেল (দোয়েল) ও মিনারুল ইসলাম (শাপলা),সহ সম্পাদক পদে রাকিবুল ইসলাম কবি (গোলাপ ফুল) ও জাহিদ আহমেদ(ঘড়ি) প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১৮ জন সদস্য (ভোটার) তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।৪ জন প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দিতা হবে।সভাপতি পদসহ বাদবাকী প্রার্থীরা ইতোমধ্যৈই বিনা প্রতিদ্বন্দিতায় নিবার্চিত হয়েছেন। নিবার্চন উৎসব মূখর করতে নিবার্চন কমিশনার সকলের সহযোগিতা কামনা করেছেন।