গাংনীতে উপজেলা প্রশাসনের প্রস্তুতিসভা অনুষ্ঠিত

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  03:51 PM, 03 August 2022

আগামী ৫-ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জৈষ্ঠপুত্র বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী,৭-ই আগস্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯২ তম জন্মবার্ষিকী,১৫-ই জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মেহেরপুরের গাংনীতে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে।আজ বুধবার(৩-আগস্ট) সকাল সাড়ে ১১ টায় গাংনী উপজেলা প্রশাসনের আয়োজনে,উপজেলা সভাকক্ষে এর সভা অনুষ্ঠিত হয়।

গাংনী উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম’র সভাপতিত্বে ৭৪ মেহেরপুর-০২(গাংনী) আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন পৌরমেয়র আহম্মেদ আলী, গাংনী থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক, গাংনী সরকারি ডিগ্রী কলেজের অধ্যাপক মনিরুল ইসলাম, সকল ইউপি চেয়ারম্যানগন,উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, আইন শৃঙ্খলা বাহিনীর প্রধান, স্থানীয় জনপ্রতিনিধি, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সামাজিক সংগঠনের প্রতিনিধি, এনজিও প্রতিনিধি ও ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।

 

আপনার মতামত লিখুন :