গাংনীতে উপজেলা চোরাচালান ও আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  06:12 PM, 23 August 2022

মেহেরপুরের গাংনীতে উপজেলা চোরাচালান ও আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১ টার সময় গাংনী উপজেলা পরিষদ সভা কক্ষে আইন-শৃঙ্খলা মাসিক সভার আয়োজন করে গাংনী উপজেলা প্রশাসন।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক। সভাপতিত্ব করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খাতুন। চোরা চালান ও আইন-শৃঙ্খলার মাসিক সভায় আইন-শৃঙ্খলা ও চোরাচালান নিয়ে আলোচনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ষোলটাকা টাকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার পাশা, তেতুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হুদা পচু বিশ্বাস, কাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহা:আলম হুসাইন, বামুন্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবায়দুর রহমান কমল, ধানখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মারুফ আহমেদ, সাবেক গাংনী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মুনতাজুর রহমান মাস্টার, সাবেক গাংনী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনি মাস্টার, বিশিষ্ট ইটভাটা ব্যবসায়ী মনিরুজ্জামান আতু, ও এনামুল হক সহ বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ।

আপনার মতামত লিখুন :