গাংনীতে উপজেলা ও পৌর ছাত্রলীগের উদ্যোগে মোমবাতি প্রজ্জ্বলন

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  09:52 AM, 15 August 2021

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদত বার্ষিকী উদযাপন উপলক্ষে মোমবাতি প্রজ্জ্বলন করেছে মেহেরপুরের গাংনী উপজেলা ও পৌর ছাত্রলীগের নেতাকর্মীরা। শনিবার দিবাগত রাত (১৪আগস্ট) ১২ টা ০১ মিনিটে উপজেলা শহীদ মিনারে এ মোমবাতি প্রজ্বলন করা হয়। এ সময় জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ফয়সাল জাহান শিশির, উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম সেন্টু, পৌর ছাত্রলীগের সভাপতি ডালিম রানা, সাধারণ সম্পাদক নাসিরুল ইসলাম মোহনসহ বিভিন্ন ইউনিটের সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, এর আগে রাত ১১টার দিকে ছাত্রলীগের গাংনীস্থ কার্যালয়ে জাতির জনক ও পরিবারের অন্যান্য সদস্যদের আত্মার মাগফেরাত কামনায় পবিত্র কোরআন শরীফ খতমের কার্যক্রম শুরু হয়।

আপনার মতামত লিখুন :