গাংনীতে উত্তম মৎস্য চাষ ও আহরণ বিষয়ক প্রশিক্ষণের উদ্বােধন


মেহেরপুরের গাংনীতে উত্তম মৎস্য চাষ ও মাছ আহরণ বিষয়ক দুই দিন ব্যাপি প্রশিক্ষণের উদ্বােধন করা হয়েছে।
গাংনী উপজেলার বিভিন্ন এলাকার মাছ চাষীসহ বেকার-যু্বকরা প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
আজ রােববার সকাল ১১টার দিকে গাংনী উপজেলা পরিষদ সভাকক্ষে প্রশিক্ষণের উদ্বােধন করা হয়।
উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি),স্থানীয় সরকার বিভাগ এবং জাপান ইন্টারন্যাশনাল কাে-অপারেশন এজেন্সি (জাইকা)-এর সহযােগিতায় প্রশিক্ষণের আয়ােজন করে গাংনী উপজেলা মৎস্য অধিদপ্তর।
প্রশিক্ষণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আরএম সেলিম শাহনেওয়াজ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমএ খালেক।
এসময় বক্তব্য রাখেন জাইকা প্রতিনিধি আব্দুস সাত্তার,সাহাজুল সাজু প্রমুখ।
অনুষ্ঠানে প্রশিক্ষক ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা হুসাইন আহমেদ স্বপন।