গাংনীতে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত
মেহেরপুরের গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালনে ৩ বছর পূর্তি ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন এমপি।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ মকবুল হোসেন,গাংনী পৌর মেয়র আহম্মেদ আলী, উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম, গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুর রাজ্জাক,জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক ইব্রাহীম শাহিন। এসময় সরকারি কর্মকর্তা,মটমুড়া ইউপি চেয়ারম্যান সোহেল আহমেদ,রায়পুর ইউপি চেয়ারম্যান গোলাম সাকলায়েন সেপু,ষোলটাকা ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন পাশা ও তেঁতুলবাড়িয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা,গাংনী উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আসিফ ইকবাল অনিক সহ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি সিরাজুল ইসলাম।