গাংনীতে ঈদের দিন চুরি
ঈদ-উল-আযহার নামাজ পড়তে যাওয়ার সুযোগে,বাড়ি ফাঁকা পেয়ে প্রবাসী ফেরৎ বাড়িতে চুরির ঘটনা ঘটিয়েছে চরচক্র। আজ রবিবার(১০ জুলাই)ঈদের দিন সকাল সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে। ঘটনাটি ঘটে মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুরপুর ইউনিয়নের হাড়াভাঙ্গা গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে কুয়েত প্রবাসী ফেরৎ সুজা উদ্দিন লালনের বাড়িতে।স্থানীয় সূত্রে জানা যায়, নারী-পুরুষ একসাথে ঈদের নামাজ আদায় করার জন্য ঈদগাহ ময়দানে যান এলাকাবাসীরা। সুযোগে প্রবাসী ফেরৎ সুজা উদ্দিন লালনের বাসায় চোর চক্র হারা দিয়ে নগদ টাকা ও স্বর্ণ। অঙ্গণকার চুরি করে নিয়ে যায়।
সোজা উদ্দিন লালন জানান, ঈদ-উল-আযহার নামাজ আদায়ের জন্য পরিবারের লোকজন ঈদগাহ ময়দানে যাই। এ সুযোগে চর চক্র বাড়ির তালা ভেঙে নগদ ১ লক্ষ ১০ হাজার টাকা, একটি স্বর্ণের চেইন,কন্ঠহার ও ৫টি আংটি চুরি করে নিয়ে যায়, যার আনুমানিক মূল্য প্রায় ৩ লক্ষ দিক টাকা।গাংনী থানা পুলিশের ওসি(তদন্ত) মনোজিৎ কুমার নন্দী জানান, চুরির ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। ঘটনা স্থলে পুলিশ পাঠিয়েছি। চোর চক্রকে আটকের চেষ্টা করছে পুলিশ।