গাংনীতে ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  10:12 PM, 02 August 2021

মেহেরপুরের গাংনীতে ১০পিচ ইয়াবা ও ২’শ গ্রাম গাঁজাসহ ইয়ারুল ইসলাম(৩৭) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা ডিবি পুলিশ।আজ সোমবার দুপুর আড়াইটার দিকে তাকে আটক করে। আটককৃত ইয়ারুল ইসলাম উপজেলার কল্যাণপুর গ্রামের উত্তরপাড়ার মৃত মনসুর আলীর ছেলে।

মেহেরপুর জেলা ডিবি পুলিশের ওসি জুলফিকার আলী গাংনীর চোখ’কে জানান, মেহেরপুর গাংনী উপজেলার দেবীপুর এলাকায় মাদক পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই মুক্ত রায়চৌধুরী পিপিএম নেতৃত্বে এসআই অজয় কুমার কুন্ডু,এএসআই হেলাল উদ্দিন, এএসআই আহসান হাবীব, এএসআই মাহাতাব উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ইয়ারুল ইসলামকে আটক করে। এ সময় তার কাছে থেকে ১০পিচ ইয়াবা ও ২’শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত ইয়ারুল ইসলাম এর বিরুদ্ধে গাংনী থানায় মামলা রুজু করা হয়েছে।

আপনার মতামত লিখুন :