গাংনীতে ইয়াবাসহ আটক-২
মেহেরপুরের গাংনীতে ১’শ৬০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে বামন্দী ক্যাম্প পুলিশ। গতকাল শনিবার(৩০এপ্রিল) রাত সাড়ে ১১টার তাদের আটক করে। আটককৃতরা হলো মেহেরপুর সদর উপজেলা আমঝুপি ইসলামনগর এলাকার মৃত সুরুজ আলীর ছেলে সুমন(২৭) ও গাংনী বাজার পাড়ার মৃত মোকাদ্দেস আলীর ছেলে মামুন হাসান(২৮)।
গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, মেহেরপুরের গাংনী উপজেলা বামন্দী যাত্রী ছাউনী এলাকায় মাদক নিয়ে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এএসআই(নিঃ)শেখ বিপ্লব হোসেন নেতৃত্বে এএসআই(নিঃ)শেখ সোহেল ও এটিএসআই রাকিব সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ১’শ৬০ পিস ইয়াবাসহ সুমন ও মামুন হাসানকে আটক করে। তিনি আরো জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হবে।