গাংনীতে ইয়াবাসহ আটক-১
মেহেরপুরের গাংনীতে ১’শ পিস ইয়াবাসহ লিখন মিয়াঁ(২৭) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা ডিবি পুলিশ। আজ সোমবার বিকাল ০৫টার দিকে তাকে আটক করে। আটককৃত লিখন উপজেলার চর গোয়াল গ্রামের রিফিউজি পাড়ার আনোয়ার হোসেনের ছেলে।
মেহেরপুর জেলা ডিবি পুলিশের ওসি জুলফিকার আলী জানান, মেহেরপুর গাংনী উপজেলার আর বিজিএম মাধ্যমিক বিদ্যালয়ের সামনে রাস্তা দিয়ে মাদক পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই অজয় কুমার কুন্ডু,এএসআই আহসান হাবীব,এএসআই জসিম অভিযান চালিয়ে লিখনকে ১’শ পিস ইয়াবাসহ আটক করে। আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন।