গাংনীতে ইয়াবাসহ আটক-১
মেহেরপুরের গাংনীতে ৫৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মিজানুর রহমান(২০)কে আটক করেছে জেলা ডিবি পুলিশ। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে তাকে আটক করে। আটককৃত মিজানুর রহমান কুষ্টিয়া দৌলতপুর উপজেলার দাইড়পাড়া গ্রামের জিনারুল ইসলামের ছেলে।
মেহেরপুর জেলা ডিবি পুলিশের ওসি জুলফিকার আলী জানান, মেহেরপুর গাংনী উপজেলার বেতবাড়িয়া গ্রাম দিয়ে মাদক পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে এসআই অজয় কুমার কুন্ডুর নেতৃত্বে অভিযান চালিয়ে ৫৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মিজানুর রহমানকে আটক করা হয়। আটককৃত মিজানুর রহমানের বিরুদ্ধে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন।