গাংনীতে ইয়াবাসহ আটক-১

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  09:36 AM, 19 December 2023

মেহেরপুরের গাংনীতে ৮৭পিচ ইয়াবাসহ আনিছুর রহমান হিড়(৩৩) নামের এক মাদক কারবারিকে আটক করেছে র‍্যাপিড এ্যাকশ ব্যাটালিয়ন(র‍্যাব-১২)।গতকাল সোমবার রাত ১০টার দিকে তাকে আটক করে। আটককৃত আনিছুর রহমান হিড় গাংনী উপজেলার মোহাম্মদপুর গ্রামের বাগানপাড়ার আসাদুল হিড়ের ছেলে।

র‍্যাব-১২ গাংনী ক্যাম্পের কমান্ডার মোঃ মনিরুজ্জামান জানান,মাদক নিয়ে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাপিড এ্যাকশ ব্যাটালিয়ন(র‍্যাব-১২)এর একটি অভিযানিক দল গাংনী উপজেলার মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে ৮৭ পিচ ইয়াবাসহ আনিছুর রহমান হিড় আটক করে।আটককৃত আনিছুর রহমান হিড়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা পূর্বক গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুন :