গাংনীতে ইভটিজিং এর দায়ে যুবকের জরিমানা
মেহেরপুরের গাংনীতে ইভটিজিং করার অভিযোগে ৩ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
আজ সোমবার সকাল সাড়ে ১০ টার সময় গাংনী থানা পুলিশের সহায়তায় গাংনী উপজেলা পরিষদ ক্যাম্পাসের মধ্যে ‘একটি বাড়ি একটি খামারের’ স্টাফের অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন।
জানা গেছে, গাংনী মহিলা কলেজ পাড়ার (দোয়াত আলী পাড়া) মঞ্জিলের বখাটে ছেলে মাসুম (২৩) একটি বাড়ি একটি খামারের মাঠ কর্মীকে পথিমধ্যে রাস্তা অবরোধ করে কুপ্রস্তাব দেয় এবং স্পর্শকাতর জায়গায় জোর পূর্বক হাত দিয়ে উত্ত্যক্ত করে। বখাটে কয়েকদিন ধরেই ইভটিজিং করছে বলে অভিযোগে বলা হয়েছে।
উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূর-ই-আলম সিদ্দিকী ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
ইভটিজিং আইনের ৫০৯ ধারায় মাসুম তার অপরাধ স্বীকার করায় দোষী প্রমাণিত হওয়ায় ১ মাসের জেল মওকুফ করে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।