গাংনীতে আহসান হাবীব সোনাকে মোটর শ্রমিকদের সংবর্ধনা

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  06:01 AM, 07 September 2021

মেহেরপুরের গাংনীতে মেহেরপুর জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি আহসান হাবীব সোনাকে সংবর্ধনা দিয়েছে মেহেরপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের গাংনী শাখা কার্যালয়ের নেতৃবৃন্দ। বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশন এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হওয়ায় সোমবার রাত সাড়ে টার দিকে গাংনী শাখা কার্যালয়ে এ সংবর্ধনা দেয়া হয়।গাংনী শাখা কার্যালয়ের সভাপতি জমির উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ও সদ্য মনোনীত হওয়া বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশন এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আহসান হাবীব সোনা।শ্রমিক নেতা এনামুল হক এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন খুলনা আঞ্চলিক কমিটি ও মেহেরপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান।

এর আগে অতিথিদের ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এ সময় জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :