গাংনীতে আশা এনজি’র পিয়ন নিখোঁজ : অফিসে রক্তের ছাপ
মেহেরপুরের গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়নের বাওট বাজারস্থ আশা এনজি’র পিয়ন হৃদয় হােসেন (২৩)
নিখোঁজ হয়েছেন। নিখােঁজ হৃদয় পার্শ্ববর্তি ছাতিয়ান গ্রামের মিন্টু হােসেনের ছেলে।
এ ঘটনায় সন্দেহভাজন হিসাবে ওই এনজি’র এরিয়া ম্যানেজার আমিনুল ইসলামকে জিজ্ঞাসা করার জন্য হেফাজতে নিয়েছে গাংনী থানা পুলিশ। ম্যানেজার আমিনুল কুষ্টিয়ার ভেড়ামারা এলাকার বাসিন্দা বলে প্রাথমিক ভাবে জানা গেছে।
এদিকে খবর পেয়ে গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
নিখােঁজ হৃদয় হােসেনের পরিবারের অভিযােগ,শনিবার দিবাগত রাতে মােবাইলফানে অফিসার পরিচয়ে হৃদয় ডেকে নেয়। মধ্যেরাত পার হয়ে গেলেও হৃদয় বাড়ি ফিরে না আসায় আজ রবিবার সকালে তার কর্মস্থল আশা এনজি’র বাওট অফিসে গিয়ে রক্তের ছাপ দেখতে পায়। তাকে হত্যা করে লাশ গুম করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বিস্তারিত আসছে—