গাংনীতে আলোর পথে যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি
মেহেরপুরের গাংনীতে আলোর পথে যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে ১’শ ফলজ,বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়েছে।আজ শুক্রবার সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার রাজাপুর স্লু ইচ গেট সংলগ্ন এলাকায় এ বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,গাংনী থানার ওসি ওবাইদুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এহসান কবির সবুজ।
প্রধান অতিথির বক্তব্যে গাংনী থানার ওসি ওবাইদুর রহমান বলেন,একটি শিশুর জন্ম নেওয়ার পর থেকে আমরা যেভাবে লালন পালন করি, ঠিক তেমনি ভাবে ছোট চারা গাছকে লালন পালনের মাধ্যমে বড় করে তোলা আমাদের নৈতিক দায়িত্ব।তিনি আরো বলেন,আজ আমরা যেখানে বৃক্ষরোপণ করতে এসেছি সেটি একটি মাদকের অভয়ারণ্য ছিল। এখানে কুমারডাঙ্গা ক্যাম্প ও স্থানীয়দের সহায়তায় আমরা সেখানে বিভিন্ন ধরনের সবজি চাষাবাদ এর মাধ্যমে এলাকার খাদ্যের চাহিদা পূরণ করেছে। বৃক্ষ রোপনের মত মহৎ উদ্যোগ নেওয়ায় আলোর পথে যুব উন্নয়ন সংস্থাকে ধন্যবাদ জানান।
সভাপতির বক্তব্যে এহসান কবির সবুজ বলেন, বৃক্ষরোপণ এর মাধ্যমে অক্সিজেনের মাত্রা আমরা বাড়াতে পারি। এজন্য সকলকে আমি বৃক্ষ রোপনে উদাত্ত আহ্বান জানাই। তিনি আরো বলেন, আলোর পথে যুব উন্নয়ন সংস্থার মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের বিনামূল্যে প্রশিক্ষণ দিয়ে থাকি। এই প্রশিক্ষণের মধ্যে, সেলাই, মৎস্য চাষ, গবাদিপশু মোটাতাজাকরণ ছাড়াও অনেক প্রশিক্ষণ দিয়ে থাকি।
এ সময় উপস্থিত ছিলেন,গাংনী থানার সেকেন্ড অফিসার হাবিবুর রহমান,কুমারডাঙ্গা ক্যাম্পের ইনচার্জ আব্দুল আলিম,০৫নং মটমুড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হাসেম বিশ্বাস, ০৫নং মটমুড়া ইউনিয়ন আ. লীগের সাধারণ সম্পাদক আব্দুল বারী,বিশিষ্ট আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান আতু,০৫ নং মটমুড়া ইউনিয়নের কৃষক লীগের সভাপতি সেলিম রেজা জজ, আলোর পথের যুব উন্নয়ন সংস্থার মটমুড়া ইউনিয়ন সমন্বয়কারী সাদ্দাম হোসেন, সদস্য তরিকুল ইসলাম,কামরুজ্জামান রতন, আল-আমিন,মাহফুজুর রহমান,মিন্টু হোসেন, সাহাবুল ইসলাম প্রমুখ।