গাংনীতে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  02:47 PM, 08 August 2021

মেহেরপুরের গাংনীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯১ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

আজ রবিবার সকাল ১০টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে এ আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ করা হয়। গাংনী উপজেলা নির্বাহি অফিসার মৌসুমী খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ৭৪ মেহেরপুর-২(গাংনী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন এমপি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএ খালেক,পৌর মেয়র আহমদ আলী, গাংনী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ও এমপি পত্নি লাইলা আনজুমান বানু।

অনুষ্ঠানে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব সম্পর্কে আলেঅকপাত করেন প্রধান অতিথী সাহিদুজ্জামান খোকন। তিনি তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন। পরে ৬জন নারীকে সেলাই মেশিন প্রদান করা হয়।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, জাপা(মঞ্জু) নেতা আব্দুল হালিম, গাংনী উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক নাজমুল হুদা বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাস্টার,নজরুল ইসলাম, মেহেরপুর জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক কাথুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান রানা,মটমুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল আহমেদ, মনিরুজ্জামান আতুসহ সরকারী দপ্তরের বিভিন্ন কর্মকর্তা বৃন্দ।

আপনার মতামত লিখুন :