গাংনীতে আলগামন ও মোটর সাইকেলের সংঘর্ষে আহত -২
মেহেরপুরের গাংনীতে আলগামন ও মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল চালক ও আরোহী মারাত্মক ভাবে আহত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার গজাড়িয়া হেমায়েতপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলো- উপজেলার কেশবনগর গ্রামের তুফান আলীর ছেলে মৃদুল (১৫) ও মানিকদিয়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে নাঈম (১৭)।
দুর্ঘটনা সুত্রে জানা গেছে, মৃদুল ও নাঈম মানিকদিয়া থেকে মোটর সাইকেল যোগে গাংনীর দিকে যাচ্ছিল। পথিমধ্যে গজাড়িয়া হেমায়েতপুর নামক স্থানে পৌঁছুলে বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা একটি আলগামন চালক নিয়ন্ত্রণ হারিয়ে মোটর সাইকেলটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। আলগামনের ধাক্কায় মোটর সাইকেল চালক ও আরোহী খাদে পড়ে মারাত্মকভাবে আহত হয়। প্রত্যক্ষদর্শী আব্বাস আলী স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক আহতদের প্রাথমিক চিকিৎসা দেন। তবে নাইমের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
গাংনী থানা অফিসার ইনচার্জ বজলুর রহমান জানান, সড়ক দুর্ঘটনার সংবাদ পেয়েছি, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।