গাংনীতে আম পাড়তে গিয়ে যুবকের মৃত্যু
মেহেরপুরের গাংনীতে আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে তাপস আলী(২৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরে আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে যাই। তাপস আলী গাংনী উপজেলার বাদিয়াপাড়া গ্রামের সাবেক ইউপি সদস্য আব্দুল মান্নানের ছেলে।
তাপস আলীর পরিবার সূত্রে জানা যায়, আজ দুপুরে নিজের বাড়ির পাশে আম গাছে আম পাড়তে গিয়ে অসাবধানবশত পা পিছলে মাটিতে পড়ে যায়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। আরে অবস্থার অবনতি হলে মেহেরপুর ২৫০ শয্যা হাসপাতালে রেফার্ড করে কর্তব্যরত চিকিৎসক। তাপস আলী মেহেরপুর ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ বিকেলে তার মৃত্যু হয়।