গাংনীতে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরােধ দিবস পালিত

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  08:05 PM, 09 December 2022

সারাদেশের ন্যায় মানববন্ধন ও আলোচনা সভার মধ্য দিয়ে মেহেরপুরে গাংনীতে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস পালিত হয়েছে। শুক্রবার(৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৯ টার দিকে দিবসটি পালিত হয়। গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাদির হোসেন শামীম এর সভাপতিত্বে ও জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসান আল নূরানী সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও সন্ধানী সংস্থার নির্বাহী পরিচালক আবু জাফর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর হাবিবুল বাশার। মানববন্ধনে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীরাসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

 

আপনার মতামত লিখুন :