গাংনীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  02:20 PM, 13 October 2020

বাংলাদেশে ভার্চুয়াল মিটিং অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে সরাসরি এভার্চুয়াল মিটিংয়ে অংশগ্রহণ করেন। বিটিভিসহ দেশের বিভিন্ন টিভি ও সংবাদ মাধ্যম অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করে।এরই ধারাবাহিকতায় মেহেরপুরের গাংনী উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদ সভা কক্ষে ওভারহেড প্রজেক্টরের মাধ্যমে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হয়।

“দুর্যোগ ঝুঁকি হ্রাসে সুশাসন, নিশ্চিত করবে টেকসই উন্নয়ন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়াল মিটিংয়ে দুর্যোগ সহনীয় ঘরের চাবি হস্তান্তরের মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন।গাংনী উপজেলা নির্বাহী অফিসার আর এম সেলিম শাহনেওয়াজ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন।

প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিরঞ্জন চক্রবর্তী’র উপস্থাপনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, ইন্সপেক্টর (তদন্ত) সাজেদুল ইসলাম।
এ সময় ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নবীর উদ্দিন, আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান আতু, উপজেলা সমাজসেবা অফিসার তৌফিকুর রহমান, দুর্যোগ ও প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের সহকারী প্রকৌশলী জাকির হোসেন, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরুজ্জামান, পল্লী উন্নয়ন কার্যালয়ের উপ-প্রকল্প অফিসার মোস্তাফিজুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার আলাউদ্দিন, পল্লী বিদ্যুৎ গাংনী জোনাল অফিসের ডিজিএম নিরাপদ দাস, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স বামন্দি সাব-স্টেশন টিম লিডার মহিউদ্দিন, আনসার ভিডিপি কার্যালয়ের প্রশিক্ষক (ট্রেইনিং ইনস্ট্রাক্টর) মোস্তাফিজুর রহমানসহ ভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :