গাংনীতে আগুন পোহাতে গিয়ে দগ্ধ সেই দিনমজুরের মৃত্যু
মেহেরপুরের গাংনী উপজেলার কল্যাণপুর গ্রামে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে যাওয়া সেই দিনজমুর সাহাদুল ইসলাম (৫০) মারা গেছেন। আজ শনিবার ভোরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সাহাদুল ইসলাম কল্যাণপুর গ্রামের মৃত তৈমুদ্দীনের ছেলে।
বুধবার রাত নয়টার দিকে শীত নিবারনের জন্য বাড়ির পাশে আগুন পোহাচ্ছিলেন সাহাদুলসহ প্রতিবেশী কয়েকজন। হঠাত ওই আগুন তার শরীরের পোশাকে লেগে শরীরের অর্ধেক অংশ দগ্ধ হয়। প্রতিবেশীরা তাকে দ্রুত গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে সেখানে প্রয়োজনীয় চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেলে নেওয়া হয়।
চিকিৎসকরা জানিয়েছেন, সাহাদুলের শরীরের অর্ধেকটা দগ্ধ হয়েছিল।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য কাওছার আলী বলেন, তার শরীরের অর্ধেকঅংশ পুড়ে যাওয়ায় ঢাকায় নেওয়া হয়েছিল। মরদেহ বাড়িতে নেওয়ার প্রক্রিয়া চলছে।