গাংনীতে আওয়ামী লীগের বিজয় সমাবেশ
বিজয়ের মাস ডিসেম্বর উদযাপনে গাংনীতে আওয়ামী লীগের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে গাংনী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোকলেছুর রহমান মুকুলের বাস ভবনের পাশে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাংনী উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোকলেছুর রহমান মুকুল। বিশেষ অতিথি ছিলেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আমিরুল ইসলাম ও দেলোয়ার হোসেন, উপজেলা যুবলীগের সহ সভাপতি নবীর উদ্দীন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম সেন্টু, সাবেক ছাত্রলীগ নেতা আমজাদ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক বিপ্লব হোসেন, সৈনিক লীগের সভাপতি জিয়াউল হক জিয়া, পৌর ছাত্রলীগের সভাপতি ডালিম রানা, স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহবায়ক আবুল বাসার, কাজিপুর ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, সাহারবাটি ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক তৌহিদ মোর্শেদ অতুল, ধানখোলা ইউপি আ.লীগের সভাপতি আলী আজগর, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, গাংনী পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন বাচ্চু, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফিরোজ আহম্মেদসহ নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায় মোকলেছুর রহমান মুকুল বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশের বিজয় অর্জিত হয়। ডিসেম্বর মাস মানেই এক অন্য রকম অনুভূতি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী নেতৃত্বে নেতৃত্বে জাতির জনকের সোনার বাংলা গড়ার কাজ চলছে। যা সারা বিশ্বে বাংলাদেশকে এক সম্মানজনক অবস্থান এনে দিয়েছে। এ ধারা অব্যহত রাখতে আগামি সংসদ নির্বাচনে আবারও নৌকা প্রতীক বিজয় করার জন্য নেতাকর্মীদের কাজ করার আহবান জানান তিনি।