গাংনীতে আওয়ামীলীগের প্রতিবাদ মিছিল
মেহেরপুরের গাংনীতে বিএনপি জামাতের নৈরাজ্য,অপপ্রচার ও সন্ত্রাসীমুলক কর্মকান্ডের প্রতিবাদে প্রতিবাদ মিছিল করেছে গাংনী উপজেলা ছাত্রলীগ,কৃষকলীগ ও সেচ্চাসেবক লীগ। শনিবার বেলা ১২ টার সময় একটি প্রতিবাদ মিছিল গাংনী বাজার বাসস্ট্যান্ড রেজাউল চত্বর থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। প্রতিবাদ মিছিলের নেতৃত্ব দেন মেহেরপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এমএ খালেক । মিছিল শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন এমএম খালেক। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গাংনী উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম মস্তফা,উপজেলা কৃষক লীগের সভাপতি আতিয়ার রহমান,সাধারণ সম্পাদক মশিউর রহমান পলাশ, শ্রমিক লীগের আহবায়ক মনিরুল ইসলাম মনি, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল অনিক, গাংনী সরকারি ডিগ্রী কলেজের সভাপতি শাহিন রেজা প্রমুখ।