গাংনীতে আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  03:01 PM, 23 June 2022

মেহেরপুরের গাংনী উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে বাংলাদেশ আওয়ামীলীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১ টার সময় গাংনী উপজেলা আওয়ামীলীগ অডিটোরিয়াম হল রুমে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। বাংলাদেশ আওয়ামীলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-২ আসনের সাংসদ ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাহিদুজ্জামান খোকন। উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মকলেসুর রহমান মুকুলের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন এমপি পত্নী লাইলা আরজুমান বানু শিলা,আওয়ামীলীগ নেতা মনিরজ্জামান আতু,সাবেক ছাত্রলীগ নেতা সাইফুজ্জামান শিপু,ধানখোলা ইউনিয়ন স্বেচ্ছা সেবক লীগের সভাপতি আবুল বাসার,মহিলা লীগ নেতৃ জাকিয়া সুলতানা প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আওয়ামীলীগের নেতাকর্মী,ছাত্রলীগ ও যুবলীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাহিদুজ্জামান খোকন।

 

আপনার মতামত লিখুন :