গাংনীতে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহারউদ্দিন নাসিমের মা মরহুমা কাজী নূরজাহান বেগমের মাগফেরাত দোয়া কামনায়
বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহারউদ্দিন নাসিমের মা মরহুমা কাজী নূরজাহান বেগমের মাগফেরাত কামনায় মেহেরপুরের গাংনীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে গাংনী সিদ্দিকীয়া সিনিয়র আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে এ দোয়ার মাহফিল পরিচালিত হয়। উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আয়োজনে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আবুল বাশার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক আরিফুল এনাম বকুল। পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক জীবন আকবরের সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন আরিফুল ইসলাম সোবহান। এ সময় জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মতিউর রহমান মতিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক অহিদুল ইসলাম আসাদ মাস্টার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক সৈয়দ ওমর আলী তাপু, পৌর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক তারিফুল ইসলাম জীবন, মেহেরপুর শহর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইবনে মামুনসহ জেলা-উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় দোয়া মাহফিল পরিচালনা করেন গাংনী থানাপাড়া জামে মসজিদের পেশ ইমাম জাহিদুল ইসলাম। দোয়া মাহফিল শেষে গাংনী সিদ্দিকিয়া সিনিয়র আলিয়া মাদ্রাসার সামনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি, নারী ও শিশু নির্যাতন কারীদের বিরুদ্ধে আইনের বিধান কঠোরভাবে প্রয়োগের দাবিতে পৌর স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।