গাংনীতে আইডিয়াল ফাস্ট এইট ট্রেনিং সেন্টার এর সনদ বিতরণ
মেহেরপুরের গাংনীতে আইডিয়াল ফার্স্ট এইড ট্রেনিং সেন্টার প্রকল্পের আওতায় পল্লী ডাক্তার কোর্স এর ৪র্থ ব্যাচ এর L.M.A.F-৬ মাস ও D.M.A-১ বছরের ছাত্র-ছাত্রীদের মাঝে সনদ বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫আগস্ট) গাংনী উপজেলা পোস্ট অফিসের সামনে নিজ কার্যালয়ে সনদ বিতরণ করা হয়।
আইডিয়াল ফাস্ট এইড ট্রেনিং সেন্টার প্রকল্পের পরিচালক মুহাম্মদ আবু ছায়েম চৌধুরীর নির্দেশনায় আলোর পথের যুব উন্নয়ন সংস্থার চেয়ারম্যান ও আইডিয়াল ফার্স্ট এইড ট্রেনিং সেন্টার প্রকল্পের উপ-পরিচালক “এহসান কবির সবুজ” ছাত্র-ছাত্রীদের মাঝে সনদ বিতরণ করেন। এ সময় আলোর পথে যুব উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক উর্মি খাতুন,আইডিয়াল ফাস্ট এইড ট্রেনিং সেন্ট্রাল প্রকল্পের অফিস সহায়ক শাপলা উপস্থিত ছিলেন। এসময় ৪র্থ ব্যাচের সকল শিক্ষার্থীর হাতে সনদ তুলে দেয়া হয়।