গাংনীতে অ্যালকোহল সহ আটক-২
মেহেরপুরের গাংনীতে ২’শ গ্রাম অ্যালকোহল সহ ২ মাদক কারবারি কে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে বামন্দী ক্যাম্প পুলিশের একটি টিম করমদি পলাশীপাড়া পাগলার পুল এলাকা থেকে তাদের আটক করে। আটককৃতরা হলো গাংনী উপজেলার পলাশী পাড়া গ্রামের তাজুল ইসলামের ছেলে বিপ্লব হোসেন(২৬) ও তেতুলবাড়িয়া গ্রামের নুরু বক্স ছেলে লালন হোসেন(২২)।
গাংনী থানার অফিসার ইনচার্জ(ওসি)আব্দুর রাজ্জাক জানান, মাদক নিয়ে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বামন্দী ক্যাম্প পুলিশের ইনচার্জ মঞ্জুর হোসেন এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ২’শ গ্রাম অ্যালকোহল সহ বিপ্লব ও লালনকে আটক করে পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা পূর্বক জেলা আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।