গাংনীতে অ্যালকোহলসহ আটক-১
মেহেরপুরের গাংনীতে ১ কেজি ৭’শ গ্রাম অ্যালকোহলসহ খলিলুর রহমান নামের এক মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সোমবার(১২ ডিসেম্বর) গাংনী জেলা পরিষদ মার্কেটের তার নিজ দোকান থেকে অ্যালকোহল(রেকটিফাইভ স্পিরিট)সহ তাকে আটক করে। আটককৃত খলিলুর রহমান গাংনী পৌর এলাকার ৭ নং ওয়ার্ড ভিটাপাড়ার মৃত হাবিবুর রহমানের ছেলে।মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আবুল হাসেম জানান, নিজ দোকানে মাদক রেখে কেনাবেচা করছে,এমন গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মদন মোহন সাহা’র নেতৃত্বে এসআই খসরু আল মামুন,এএসআই জিএম শহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ১’শ গ্রাম ওজনের ১৭ টি অ্যালকোহলের(রেকটিফাইভ স্পিরিট) বোতল উদ্ধার করে। অবৈধ অ্যালকোহল(রেকটিফাইভ স্পিরিট) রাখার দায়ে খলিলুর রহমানকে আটক করা হয়। আটককৃত খলিলুর রহমানের বিরুদ্ধে ২০১৮ সালের ১০ উপধারায়(১) লংঘন করে একই আইনের ৩৬(১) সারণীর ২৪(ক) ধারায় মামলা পূর্বক গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।তিনি আরো জানান,আগামীকাল মঙ্গলবার(১৩ ডিসেম্বর) জেলা আদালতে প্রেরণ করা হবে।