গাংনীতে অসহায় অসচ্ছল ৪’শ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন ইউপি সদস্য আনারুল ইসলাম
মেহেরপুরের গাংনীর কাজিপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামে ইউপি সদস্য আনারুল ইসলাম ৪’শ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। আজ বৃহস্পতিবার সকালে শীতবস্ত্র বিতরণ করে।
এ সময় উপস্থিত ছিলেন, ৯নং ওয়ার্ড ভবানীপুর গ্রামের আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম শুরু হয়। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিল্টন দেওয়ান, আওয়ামী লীগ নেতা আনিসুর রহমান, খায়রুল ইসলাম প্রমুখ।
ইউপি সদস্য আনারুল ইসলাম বলেন, প্রতি বছরের ন্যায় এ বছরও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে,এছাড়াও করোনা কালীন সময়ে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে খাদ্য ও নগদ অর্থ বিতরণ করি। তিনি আরও বলেন আমি জনগণের পাশে থেকে যথাসাধ্য সাহায্য সহযোগিতা হাত বাড়িয়ে দিতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি।