গাংনীতে অনৈতিক কাজে লিপ্ত যখন ইউপি সদস্য

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  07:06 PM, 16 November 2020

মেহেরপুরের গাংনীতে অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগ উঠেছে এক ইউপি সদস্যের বিরুদ্ধে। এলাকাবাসী তাকে আটক করে উত্তম মধ্যম দিয়েছে বলে জানা গেছে।


এলাকাবাসী জানান, ইউপি সদস্য সাজাহান আলীর সাথে ওই প্রবাসীর স্ত্রীর মধ্যে দীর্ঘ দিন ধরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রবাসীর স্ত্রীর বাবাও প্রবাসে থাকে। মাঝে মাঝে এলাকার বাইরে তারা মিলিত হত বলে অভিযোগ আছে। রবিবার রাত সাড়ে ১১ টার দিকে ফাকা বাড়িতে গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়ন পরিষদের সদস্য সাজাহান আলী মেম্বার একই ইউনিয়নের বাওট গ্রামের এক প্রবাসী স্ত্রী দুই সন্তানের জননীর সাথে অনৈতিক কাজে লিপ্ত হওয়ার চেষ্টা চালায়। এ সময় বেরসিক এলাকাবাসী তাকে হাতে নাতে আটক করে। এ ঘটনায় মুহুর্তের মধ্যেই উত্তেজনা ছড়িয়ে পড়ে ওই এলাকার মানুষের মাঝে। এক পর্যায়ে উত্তেজিত জনতা ইউপি সদস্য সাজাহান আলীকে উত্তম মধ্যম দেয়। পরে একই ইউনিয়নের ইউপি সদস্য সাহাবুদ্দীন আহমেদ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উত্তেজিত জনতাকে শান্ত করে। পরবর্তীতে গ্রাম্য শালিশে বসে মেম্বারের বিচার করা হবে বলে সাজাহান আলী মেম্বারকে উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করে নিরাপদে বাড়ি পাঠিয়ে দেয়।
একজন জনপ্রতিনিধি এমন কাজে লিপ্ত থাকায় এলাকাবাসীর মাঝে চাপা ক্ষোভ ছড়িয়ে পড়েছে।

এ ব্যাপারে ইউপি সদস্য সাহাবুদ্দীন আহমেদ জানান, সাজাহান মেম্বারকে এলাকাবাসী আটক করেছে এমন সংবাদে ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রথমে পরিবেশ শান্ত করি। পরে উত্তেজিত জনতার হাত থেকে তাকে উদ্ধার করে পরিবারের কাছে দেওয়া হয়েছে। পরবর্তীতে চেয়ারম্যানের মাধ্যমে পরিষদে বসে এ ঘটনার সুরাহা করা হবে।

অভিযুক্ত সাজাহান মেম্বারের মুঠো ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার ব্যবহৃত দুটি নাম্বারই বন্ধ পাওয়া যায়।

পরে তার ওয়াই ফাই ব্যবসার সহযোগী সাহেবের সাথে যোগাযোগ করলে নিউজটি না করার জন্য অনুরোধ করে।

এ বিষয়ে কিছুই জানেন না বলে জানান মটমুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল আহম্মদ।

গাংনীর থানার ওসি ওবাইদুর রহমান জানান, এ ব্যপারে গাংনী থানায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন :