গাংনীতে অনুপ্রেরণা ক্লাবের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

গাংনীতে অনুপ্রেরণা ক্লাবের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

শেয়ার করুন

মেহেরপুরের গাংনী উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন অনুপ্রেরণা ক্লাবের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। রবিবার দুপুরে উপজেলার করমদী পশ্চিম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে প্রতিষ্ঠা বার্ষিকীর এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ক্লাবের সভাপতি আসাদুল্লাহ আল গালিবের সভাপতিত্বে কেক কাটার মধ্য দিয়ে জাঁকজমক ভাবে দিনটি উদযাপিত হয়।
এ সময় জোতি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মতিয়ার রহমান, সাবেক ছাত্রলীগ নেতা মঞ্জুরুল ইসলাম স্বপন, বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিক সহ সংগঠনের সকল সদস্য উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং সংগঠনটি একদিন অনেক দূর যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
অনুপ্রেরণার ক্লাব স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, ফ্রি মেডিকেল ক্যাম্প, বিভিন্ন দুর্যোগ মোকাবেলায় ত্রাণ বিতরণ সহ বিভিন্ন সামাজিক কর্মকান্ড করে থাকে।

গাংনী উপজেলা