গাংনীতে অটোবাইক থেকে প্রতিবন্ধীর মৃত্যু
মেহেরপুরের গাংনীতে অটোবাইক থেকে পড়ে হানুফা (১৮) নামের এক প্রতিবন্ধীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর ২ টায় গাংনী বাজার থানা মোড়ে এ ঘটনা ঘটে। হানুফা খাতুন উপজেলার ধানখোলা ইউনিয়নের কসবা গ্রামের আব্দুল হান্নানের মেয়ে।
হানুফা খাতুনের খালু হাফিজুল ইসলাম বলেন,গাংনী থেকে নিজ বাড়ি কসবা যাওয়ার জন্য একটি অটোবাইকে উঠার সময় পড়ে যায়। পরে তাকে গাংনী হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।
গাংনী উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ও কসবা গ্রামের বাসিন্দা মো: বিপ্লব হোসেন জানান,হানুফা খাতুন অটোবাইক থেকে পড়ে নাকি ষ্ট্রোক করে মৃত্যু হয়েছে কেউ নিশ্চিত নয়। গাংনী হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বলেন,হাসপাতালে নেওয়ার পূবেই হানুফা খাতুনের মৃত্যু হয়েছে। মৃত্যু’র কারন নিশ্চিত করতে পারেন নি তিনি।